তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৪০
রিপোর্ট :
আল জাজিরা
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় আগেও হামলা চালিয়েছে ইসরায়েলফাইল ছবি: রয়টার্স
গাজা উপত্যকার শরণার্থীশিবিরের তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত ৬০ জন। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হতাহতের এই তথ্য দিয়েছে।
গতকাল সোমবার রাতে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নিরাপদ ঘোষিত আল-মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়।
এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ২০টি তাঁবু ইসরায়েলি হামলার শিকার হয়। হামলার সময় এসব তাঁবুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘুমাচ্ছিলেন।
Post a Comment