প্রথম দিনের অভিযান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হল। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাঁচটি হলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে রামদা, চাকু, লোহার পাইপ, কিরিচ, মদের বোতল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
১২৩৪৫৬৭৮
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে ৪০টি রামদা, হেলমেট, বিপুল পরিমাণ লোহার পাইপ, মদের বোতল, কিরিচ উদ্ধার করা হয়। অভিযানে কতটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা গণনার কাজ চলছে। তবে কাউকে আটক করা হয়নি।
অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইনচার্জ সোহরাব হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোজাম্মেল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. এমদাদুল হক, নিরাপত্তা কর্মকর্তা আশফাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১২৩৪৫৬৭৮
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, মূলত ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহসভাপতি আতিকুর রহমান এবং ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান লিংকনসহ কয়েকজনের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Post a Comment